ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে পোষাক শ্রমিকদের মানববন্ধন

পোষাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (বিজিএসএফ)। শুক্রবার বেলা ১১টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএসএফ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু।


মানববন্ধন চলাকালে অরবিন্দু বেপারী বিন্দু বক্তব্যে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকেরা অবর্ণনীয় দুর্ভোগে দিন পার করছে। শ্রমিকদের উপযুক্ত মজুরি ২৫ হাজার টাকা উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বর্তমান খাদ্যপণ্যের দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। শ্রমিকের খাদ্য ও পুষ্টিগ্রহণ কমে গেছে। বর্তমান মজুরিতে পাঁচজনের একটি গার্মেন্টস শ্রমিক পরিবারের মাসের ১৫ দিন চলাই কঠিন।


বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জসীম রাড়ির সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি সাজাহান মিয়া, সহসাধারণ সম্পাদক পবিত্র এদবর, কামরুজ্জামান মিয়া, মেহেদী হাসান, সজল হালদার, মোহাইমিনুল হক, আবুল বাসার, লাবনী আক্তার সহআঞ্চলিক নেতা সোহেল রানা, নাসির হোসেন ও মো. হানিফ প্রমুখ।


ads

Our Facebook Page